প্রেম
প্রেম
প্রেম সমুদ্রের মতন, অবিরাম,
সুরবিন্দু হৃদয়ে বুকের জলদাম।
তোমার চোখে আলোর মতন উজ্জ্বল,
আমার জীবনে তুমি স্বর্গের পর্ব।
তোমার আগে সব ছিল অজানা,
তোমার প্রেমে পূর্ণ হল আমার প্রাণ।
দুটি হৃদয় এক করে মেলে,
প্রেমের আবেগে আমরা বিলেপে।
বৃদ্ধি পেয়ে প্রেম যেন বৃদ্ধি,
পূর্ণ হয় সে মানুষের জীবনে সুখে।
এই প্রেমের গান গাই,
তোমার সাথে থাকতে চাই, সব সময়।
প্রেম নিয়ে কবিতা লেখতে সার্থক,
তোমার সাথে থাকা আমি কখনও বাঁচা।
আমার প্রেমে তোমাই ছিলে সবচেয়ে বড়,
তোমার সাথে আমি শুধুই চাই এই জীবনের সার্থক বাজনা।

