STORYMIRROR

Chandrane Das

Abstract Classics Inspirational

4  

Chandrane Das

Abstract Classics Inspirational

প্রচেষ্টা

প্রচেষ্টা

1 min
574

নতুন বছর, নতুন স্বপ্ন

নতুন ভাবনার পথে,

পা বারাতে গিয়ে দেখি

মনটা বরই, "দোনোমনো"।


তবু ও আজ, ভোরের বেলায়

উঠে দেখি ----

পাশের বাড়ির কার্নিশে,

কত যত্ন করে, বাসা বাঁধছে

"বাবুই টা"।


আসলে হয়েছে কি, 

কেউ যেন এসে

ভেঙে দিয়ে যায়,

ওর বাসাটা ; বেচারা!

কিন্তু সে ভেঙে পড়ে নি 

বরং আরো শক্ত করে

বানিয়েছে তার, "নীড় খানি"।


ওইযে, বলেনা ---

"চেষ্টার কোন নেই ত্রুটি । "

তাই আমি ও 

দৃঢ় সংকল্প নিয়ে,

হাজির হলাম 

"বাস্তবের রাজপথে"।


আসলে কি বলুন তো

"আক্ষেপের চেয়ে, চেষ্টা করাই শ্রেয়"।          


Rate this content
Log in

Similar bengali poem from Abstract