প্রার্থনা
প্রার্থনা
জীবনের চলার
পথ বড়ই কঠিন,
দুঃখ কষ্টে জড়িয়ে
জীবন হবে মলিন।
সবকিছুর মাঝেই খুঁজে
নিতে হবে খুশির কারন,
মনকে দুঃখের সাগরে
ভাসিয়ে রেখে কি
লাভ অকারন।
জানি একদিন
কেটে যাবে ঝড়,
মন থেকে সরে যাবে
যত বাঁধা আর ডর,
সেইদিন আমরা সবাই
আবার প্রান খুলে হাসব,
বন্ধু হয়ে বন্ধুর
সাথে পথ চলব।
মনের আবেগ যদি
মনকে করে পরাধীন,
জীবন অন্য পথে
চলবে হয়ে স্বাধীন।
সমাজের তুচ্ছ নিয়ম
কানুনের কঠিন বেড়া
জাল ছিন্ন করি,
নব উদ্যমে আমরা দেব
জীবন সমুদ্রে পাড়ি।
উত্তাল সমুদ্রের ঢেউয়ে
আমরা যদি হই বারবার
দিকভ্রান্ত,
প্রভু তুমি পথিক হয়ে
দেখিও সঠিক পথ হতে
দিওনা কখনও মনকে ক্লান্ত।
উষ্ণ রক্তের স্রোত যেন
বইতে থাকে আমাদের
প্রত্যেক শিরায় উপশিরায়,
বিপদে মন
যেন না ডরায়।
জানি একদিন উঠবে
নতুন দিনের
নতুর রবির আলো,
কেটে যাবে যা আছে
অন্ধকারের গভীর কালো!
যতই দুঃখ কষ্টের
জালে জড়িয়ে মুখের
হাসি হোক ম্লান,
সমস্ত বাঁধা অতিক্রম
করে আমরা আবার উঠব
গেয়ে বেঁচে থাকার গান।
তোমার পরশে আমাদের
এ জীবন হোক ধন্য,
তোমার ধ্যানে যেন
আমরা হতে পাড়ি মগ্ন।
