প্রাক্তন
প্রাক্তন


আমি প্রাক্তন
কতো উপরে উঠেছে যে আমার
ঘাড়ের ব্যথা নিয়ে মাথা তুলে
তোমায় আর দেখতে পাই না,
তবে রোজকার কাগজে দেখি,
টিভি খুলতেই তোমার মুখ,
চারিদিকে তোমার প্রশংসা,
ভালোই লাগে যখন বাড়িতে আসে
পত্রিকার লোক আমার কাছে
শুধু তোমার কথা জানতে,
কেউ জানতে চায় কেমন করে
প্রেমটা গড়িয়েছিল বিয়ের দিকে,
আবার কারো জিজ্ঞাসা
ডিভোর্সের আসল কারণটা কি ছিল।
আমি একজন সার্থক মানুষের
প্রাক্তন স্ত্রী, তাই সব কথা বলা আমার সাজে না,
যত রাগ অভিমান সরিয়ে রেখে
ভাবলেশহীন মুখে উত্তর দেওয়াই ঠিক
তোমার বর্তমানের কাছে
আমি অতীত তবু মাঝে মাঝে
ঘাড় উঁচু করে তোমার দিকে
তাকাতেও ইচ্ছে হয়।