STORYMIRROR

Sipra Debnath

Abstract Tragedy

3  

Sipra Debnath

Abstract Tragedy

পিছু ফিরে ডেকোনা

পিছু ফিরে ডেকোনা

1 min
216

**পিছু ফিরে ডেকোনা**

দিনের প্রতিটি মুহূর্ত 

তোমার হাতে স্বর্গ হয়ে ধরা দিক 

পৃথিবীর সমস্ত সুখ তোমার চরণ ছুঁয়ে যাক

ছুঁড়ে ফেলে দিও যে দেবী প্রতিপলে 

তোমায় ক্ষতবিক্ষত করে

বরণ করে নিও যে তোমায় 

খুব ভালোবাসে সারাদিন সারাবেলা

সব কাজে যে তোমায় কাছে ডাকে।

যেওনা দেখতে কষ্ট তার

যে কাঁদায় তোমায় অবিরত

ঝরায় বৃষ্টিধার।

যাতনাই প্রাপ্য তার

কি করে সুখ দেবে তাকে

তার যত যাতনা বিরহ কষ্ট বেদনা

চুলোয় যাক সব তার ভালোবাসা ভষ্মে ঢালা ঘি কি পিছু ফিরে ডেকোনা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract