ফ্ল্যাশব্যাক
ফ্ল্যাশব্যাক


ফিরে দেখার অভ্যাসটা আভ্যন্তরীণ,
বহিঃপ্রকাশটা মনের অন্তর্যামী নৌকায়,
একরাশ নকল অভিব্যক্তি মনে পড়ে যায়।
ফেলে রেখে যেতে যাই বিশ্বাসঘাতক পদচিহ্ন!
ধুয়ে ফেলতে চাই তাঁদের আঁধারের রক্তের দাগ!
চাকচিক্যময় অনুরাগ ভুলতে চাই ভোরের আলোয়।
স্মৃতিমাখা পথে ছিল বিকৃত বেহিসেবি বাঁক!
নকল মুখোশের আড়ালে রঙিন হাতছানি,
অবশেষে প্রকট ভদ্রতার নষ্ট জলছাপ!
কিছু পাওয়ার জন্যে অনেককিছু হারানো,
প্রতিটি দিন পিছনে রেখে জীবনকে বাঁচানো।
এটাই ছিল পরবর্তী অধ্যায়ের এগিয়ে চলা।
এইভাবেই এগিয়ে চলেছি নদীর তিরে,
প্রকৃত পরিস্রুত জলের সন্ধান পেতে,
নতুন বছরে মুক্তির দুয়ার খুলবে কী?