ফিনিক্স
ফিনিক্স
নিরন্তন কালের চক্রে, আমি অস্বথামা।
তর্পণরত আমার শরীর, উত্তাপ দেয় -
সাইবেরিয়ার বরফ নদীকে।
আমিই দধীচি, বিলায়
আমার অস্থি বজ্র নির্মাণে।
আমিই অহল্যা, রচি
রাম-কীর্তির পটভূমি।
আমিই দেবাদিদেব নীলকণ্ঠ,
ধারণ করেছি ব্রম্ভান্দের কর্ম-গরল।
আমার অশ্রুতে তৈরি সঞ্জীবনী সুধা।
আমি অমর, বঞ্চিত মৃত্যুর শান্তি হতে।
