পেটকাটি চাঁদিয়াল
পেটকাটি চাঁদিয়াল

1 min

352
ডিজিটাল দুনিয়ায় মিথ্যার জারিজুরি,
রঙ্গমঞ্চে নকল নকশার কারুকার্য!
নিজস্বী অবয়বে আমিত্বের ছলাকলা,
ঈশান কোণে সুপ্ত বাসনার পূর্ণাঙ্গ চিত্র,
নিজের দোরে খিল দিয়ে পেটকাটি চাঁদিয়াল।
রঙিন স্বপ্নভঙ্গ উচ্চতার শিখরে পৌঁছে,
ঘুড়ির সুতো থাকবে কতক্ষণ?
অবশেষে শূন্যতা মুক্ত আকাশের নীচে।