পাশাপাশি
পাশাপাশি
হৈ চৈ, আনন্দ, কলরব চারিদিক,
সানাই, কাঁসর কত, কত বাদ্যইক।
বিয়ে বাড়ি ধুমধাম, বাজিছে মাদল,
ছুটোছুটি, হুটোপাটি, তাই এতো গোল।
সুন্দর পোশাকের সবে ভাঁজ ভেঙে,
এসেছে অনেকে আবার নানা রঙে রেঙে।
এদিক আসে, ওদিক যায়, ব্যস্ত সবে কাজে,
ধূমপানেতে তৃপ্তি আনে ক্লান্ত শরীর মাঝে
।
নিমন্ত্রিত আসে যায়, খাওয়াদাওয়া সারে,
মিষ্টি খেয়ে মিষ্টি মুখে ফেরে সবে ঘরে।
ওদিকে যেখানে পড়েছে এঁটো কলাপাতা,
ছড়িয়েছে উচ্ছিষ্ট কিছু হাড়, মাস, কাঁটা ।
যুদ্ধ চলেছে সেথা মানুষে কুকুরে,
খাবার পাবার যুদ্ধে কে জেতে কে হারে।
কুকুরের চিৎকার, মানুষের শাসানি,
প্রকাশিত জীবনের জীর্ণ চিত্রখানি।
কষ্ট করে ছিনিয়ে খাবার কুকুরের মুখ হতে
বেঁচে আছে তাতেই তারা, কষ্ট নেইকো মোটে।
তবু যারা হাসছে খেলছে, লক্ষ্য তাদের নেই,
মানুষ হয়েও কাঁদছে যারা পথের ধারে এই।
গরীব যারা, দুঃস্থ যারা, খাদ্যঅভাব যাদের,
হাত পেতে দুটো অন্ন দিতে নেই যে সময় ওদের ।
বিভাজিত সমাজের লজ্জাহীন মেলা,
দুঃখ আর আনন্দের পাশাপাশি খেলা।
