পারিবারিক চিত্রপট
পারিবারিক চিত্রপট


সময়ের বেড়াজালে আবদ্ধ সংসার,
মনের সীমানায় মুহূর্তের ক্যানভাস;
মনে পড়ে যায় ফেলে আসা স্মৃতি,
চিত্রপটে অমোঘ পুরাতনী ইতিহাস।
স্মৃতির সরণীতে বাবা-মায়ের অনুভব,
প্রতিটি পলে ঋণের ফ্ল্যাশব্যাক;
জীবন সায়াহ্নেও নিমজ্জিত বন্ধন,
মুহূর্তদের মেলবন্ধনে আমি হতবাক।