পাপ
পাপ
তারা ভেবেছিল রোদে পাপ পুড়ে যাবে,
তারা ভেবেছিল জলে পাপ ধুয়ে যাবে,
সারা শরীর জুড়ে আজ তীব্র অসাড়তা;
মৃত্যুর উপেক্ষা...
জীবনকে মানিয়ে চলার প্রতিযোগিতায় খাঁচার ভিতর বন্দী।
দেওয়ালে শুধু শ্যাওলার আলোড়ন,
আজ তারা জলে পা ডোবাই না,
আজ তারা রোদ মাখে না।
