পাড়ি
পাড়ি


চলো, আজ পাড়ি দিই রূপকথার সেই রঙীন দেশে,
যেখানে নীল আকাশ এসে মাটির সবুজ কোলে মেশে।
সেখানে মুক্তো মাণিক ঝলকে ওঠে সোনা রোদে হেসে,
সেদেশে পৌঁছনো যায় সাদা মেঘের স্বপ্ন ভেলায় ভেসে।
চলো, আজ পাড়ি দিই রূপকথার সেই রঙীন দেশে,
যেখানে নীল আকাশ এসে মাটির সবুজ কোলে মেশে।
সেখানে মুক্তো মাণিক ঝলকে ওঠে সোনা রোদে হেসে,
সেদেশে পৌঁছনো যায় সাদা মেঘের স্বপ্ন ভেলায় ভেসে।