surjani bhattacharya
Abstract
সে যেন কোনো নিদারুণ এক ঝড়
উপস্থিতি ভীষণ দাপটে,
আজও কেমন চুপ হয়ে যাই হঠাৎ;
ঝাপটা হাওয়ার ওলট পালট-এ।।
নতুনের খোঁজে
খোঁজ
অনর্থক প্রত্য...
অজানার আহ্বান...
অপেক্ষা শেষে
বিপুল তরঙ্গ
শারদীয়া
প্রভাত চরিত
ভালো থাকার গা...
ঝরা শেফালী ঝরা শেফালী
"What you seek, is seeking you..." "What you seek, is seeking you..."
কালো বৌ কালো বৌ
কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে। কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে।
পূর্ণিমার রূপকথা পূর্ণিমার রূপকথা
জগন্নাথ জগদীশ্বর জগন্নাথ জগদীশ্বর
কত অযুত সহস্র পারাপার কর্তৃকারক দম্ভে। কত অযুত সহস্র পারাপার কর্তৃকারক দম্ভে।
আমার ঘুম ভাঙ্গিয়না কেউ আমার ঘুম ভাঙ্গিয়না কেউ
স্মৃতির মণিকোঠায় স্মৃতির মণিকোঠায়
তাই মৃত্যু তে খাই ভাত, মৃত্যুতে দেখি স্বপ্ন তাই মৃত্যু তে খাই ভাত, মৃত্যুতে দেখি স্বপ্ন
৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি । ৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি ।
আমার আমি...... আমার আমি......
আমরা ব্যাস্ত, অতি বিদ্ধস্ত, অতি বিরক্ত, অতি বিভ্রান্ত আলোর মধ্যে ... আমরা ব্যাস্ত, অতি বিদ্ধস্ত, অতি বিরক্ত, অতি বিভ্রান্ত আলোর মধ্যে ...
আমি আমার রেখে গেলাম কাজ অসমাপ্ত, আমি আমার রেখে গেলাম কাজ অসমাপ্ত,
রাতে ঘরে হয় জানোয়ারের বাস... রাতে ঘরে হয় জানোয়ারের বাস...
অবশেষে, অবকাশে অবশেষে, অবকাশে
আর বাতাস,সেতো আজও আগের মতই আছে আর বাতাস,সেতো আজও আগের মতই আছে
আজি এই প্রহরে আজি এই প্রহরে
আলোয় যে ওরা এখনো বাঁচতে শেখেনি! আলোয় যে ওরা এখনো বাঁচতে শেখেনি!
।। ফিরে পাওয়া।। ।। ফিরে পাওয়া।।