STORYMIRROR

Priyanka Dhibar

Abstract Classics

4  

Priyanka Dhibar

Abstract Classics

ও প্রিয় বন্ধু

ও প্রিয় বন্ধু

2 mins
236


যা সাগরের থেকে গভীর, আকাশের মতো নির্মল

যাতে আছে কোমলতা

যাতে আছে আনন্দ, নাই কোনো দিগন্ত

তারই নাম হল বন্ধুত্ব ।

মিষ্টি দিনে মিষ্টি মুখ আর মিষ্টি সুখের স্মৃতি

বন্ধু মানেই দুঃখ সুখে মানিয়ে নেওয়ার রীতি

দল বেঁধে অঢেল হাসি, অগাধ আশা আর

বন্ধু মানেই ভরসা করে লাঘব করা ভার ।

বন্ধু হল মনের মানুষ, মনের কাছাকাছি

সকল কথা বন্ধু তোমায় বলতে ভালোবাসি

বন্ধুই তো সমব্যথী একলা চলা নয়

সকল কাজে হাত বাড়িয়ে হাত ধরতে হয় ।

বন্ধু মানে 'আমার' ছেড়ে 'মোদের' বলতে শেখা

বন্ধু মানে বিশ্ব মাঝে কেউ নইকো একা

বন্ধু মানে রাতের আকাশে অগণিত তারা

বন্ধু মানে বার বার কাছে আসে ওরা ।

কখনও বা কিছু গান আর কিছু সুরের মেলা

দিবারাত্রি হৃদয় জুড়ে লুকোচুরি খেলা

কখনও বা উদাসী হাওয়ায় মাতাল করা মন

বন্ধু তোমার সাথে কিছু কথা একান্তই আপন ।

একসাথেই স্বপ্ন দেখা সবুজ পথের দেশে

দূরে গেলেও কাছে আসি আবার ভালোবেসে

তোমার ঠোঁটে হালকা হাসি চোখের কোণে লাজ

বন্ধু মানে হটাত মেঘ কিংবা বৃষ্টি আজ ।

ঝলমলে শীতের দুপুর আর শিশির ভেজা ভোর

বন্ধু তুমি মনের মাঝে সাজানো এক কিশোর

তোমার জুড়ে ভীষণ খুশি আর খানিক অভিমান

বন্ধু তোমার সাথে মনে মনে সর্বক্ষণের টান ।

রঙ বেরঙের স্বপ্ন আমার নীল আকাশে উড়ে

বন্ধু আজ গান বেঁধেছি তোমার দেওয়া সুরে

জানি আমি এখন তুমি রয়েছো অনেকখানি দূরে

তবুও তোমার মিষ্টি হাসি ঝরছে আমায় ঘিরে ।

বন্ধু হল গোপন কথার অনেকখানি ভাগ

প্রাণখোলা হাসির সাথে একটুখানি রাগ

বন্ধু হল অভিমান আর অনেকটা পাগলামি

চিরদিনই তাই বন্ধুত্ব হল নতুন এবং দামি ।

তাকিয়ে দেখো বন্ধু তুমি মিষ্টি করে হেসে

পড়বে মনে অনেক কথা আমায় ভালোবেসে

ঝগড়াঝাঁটি কান্নাকাটি অনেক হাসাহাসি

ছিলাম - আছি - থাকবো আমি তোমার পাশাপাশি ।

হয়তো তুমি সবার থেকে মিষ্টি

হয়তো বা এক পশলা বৃষ্টি

হয়তো বা তুমি ভোরবেলাকার কোনো শিশির বিন্দু

তাইতো তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract