STORYMIRROR

Manik Goswami

Abstract Fantasy

3  

Manik Goswami

Abstract Fantasy

নতুন দিনে

নতুন দিনে

1 min
229


পুষ্পে পত্রে শাখায় শাখায়      

নতুন রঙের দোলা,

গাইছে সুরে ছোট্ট পাখি       

মনের আকাশ খোলা |

নতুন দিনের নতুন আমেজ     

আজকে সবার মনে,

হরষে গাহিছে আজিকে প্রকৃতি    

জেগেছে আনন্দ প্রাণে |


শ্যামলে, সবুজে স্নিগ্ধতারই     

এ এক নতুন খেলা,

নতুন পাতার বাহারী রঙে      

সবুজে ভরেছে ডালা |

বৃষ্টি নাচের তালে দিয়ে তাল    

ভেকেরা ডাকিছে গ্যাঙোর,

খালের পাশে, পুকুর ধারে      

বসেছে গানের আসর |


হাসছে, ছুটছে ডাকছে জোরে    

নদী যেন মাতোয়ারা,

অসীম প্রাণের আনন্দ জোয়ার    

ছুটছে বাঁধন হারা |

মেঘেরা পেয়েছে সূর্য্য সাথী     

লুকোচুরি খেলা খেলে,

কড়কড় ডাকি হুল্লোড় করি     

ছুটিতেছে এলোমেলে |


সজীব সতেজ স্নিগ্ধ সুধায়      

সবার সঙ্গী হয়ে,

সরল স্বভাব সুন্দর সরোজ     

সেজেছে স্বরূপ নিয়ে |

সমীরণ ছোটে শনশন করি     

শব্দ বার্তা আনে,

ফিসফিস করি কয় সে কথা     

সবুজ গাছের কানে |


প্রাণের মাঝেও নতুন চেতনা     

নতুন রঙের ডালি,

বৃষ্টির সাথে ভিজে এক হয়ে     

দেয় মনে করতালি |

হর্ষ-গীতের সঙ্গ লাভে আজ     

হৃদয় নয়তো দীন,

বাসনা নতুন আজিকে প্রাণের    

প্রকৃতির সাথে লীন |


Rate this content
Log in

Similar bengali poem from Abstract