নির্বোধের বাক
নির্বোধের বাক


বীরেনবাবু বড্ড বকেন , তাই নিয়ে খুব চর্চা হয়, বলতে পারো এটা নিয়ে চর্চা করাটা বকা নয় ?
বেশি বকে তাই কানের পোকা মরে যায় তাতেই,
বলতে পারো , কেমন লাগে কোন পোকা জ্যান্ত থাকলে তোমার সাথেই ?
বড্ড বকেন যখন কি খুবই খারাপ লাগে ?
বলতে কেনো পারোনা তখন
" বীরেন দা পয়েন্ট এ আসুন আগে "
নাকি কথাটা খুব খারাপ লাগে যায়নাকো বলা
কথাতে তো কান ই দেননি , দেখিয়েছিলেন কলা
স্পষ্ট করে বলোতো তোমরা কি ভেবে বলো ?
কী জিনিস ,কখন মাথায় কী ভাবে নিয়ে চলো
তুমি যখন কথা বলো করো খালি মজা ?
বাকি রা তাদের হেনস্থা ?!.
"তোমরা তো সব ভজা " ?!
এসো দুটো কথা বলি, কথার খেই থাকলে থেকে ,
তখন আবার দুমুখো হয় এ বসোনা যেনো বেকে ।