STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Romance Classics

3  

Piyanki Mukherjee

Abstract Romance Classics

নিজস্বী

নিজস্বী

1 min
172


একটা সবুজ দুপুর। একাকিত্বের রাংতায় মোড়া 

তবুও আমার নিজস্বী সে 

গৃহস্থের সামনের একফালি বারান্দার ভীড় করা কষ্টগুলোকে গিলে যখন

সে পড়ন্ত বেলার রোদ্দুর হয়ে এসে জড়িয়ে ধরে আমায় ,

চুমুর ফন্দিতে স্পর্শ করে এই হিজিবিজি শরীরের ফাটা দাগগুলো 

তখন শিহরণে উদাসী বাতাস মাখি তার আঙ্গুলের যৌবন-ফুলে !


জাপটে ধরে তার চোরা-পকেটের রুমাল হতে ইচ্ছে করে ,

ভাবি , সে যদি রক্তারক্তি করতো নিয়মমাফিক রোজ একটিবার ,

নির্মোক করতো আমায় চোখের কোলে ,

মিশে যেতাম তার শরীরে বেড়ে ওঠা...

শাল-পিয়ালের বিস্তৃত শাখাপ্রশাখায় !


হঠাৎ... 


অলীক নামের জলসিঁড়িটা পিছল হয় 

বুঝিনি , কখন তাকে দিয়ে ফেলেছি 

আমার দৃষ্টির লবণাক্ত সাগরটা ,

স্নাত-সিক্ত করিয়ে ফেলেছি অনুভবে ,


ভিজে কাপড়ে ঠান্ডা লাগবে ,এই ভয়ে ফিরতি পথে তাকে ঠেলে দিয়েছি নিস্তব্ধতায়


দীর্ঘশ্বাস 

দীর্ঘসময়

প্রতীক্ষা


অপেক্ষায় এভাবেই কাটে আমার হলুদ বিকেল 

প্রতিক্ষণ সিদ্ধিতে আর ঋদ্ধিতে 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract