মেঘ জমেছে মেঘ জমেছে পূবে নিকষ কালো
নীলাঞ্জনা ঘোমটা টেনে আমার কাছে এলো
বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃৃষ্টি অঝোর ঝরে
নীলাঞ্জনার আবেগ শুধু প্রেমের অভিসারে।
মত্ত বাতাস মত্ত বাতাস, বাতাস এলোমেলো
নীলাঞ্জনার হৃদয় জুড়ে উথাল-পাথাল হলো
রোদ উঠেছে রোদ উঠেছে মেঘের কোলে কোলে
নীলাঞ্জনা হারিয়ে গেল স্মৃতির অতল তলে।