STORYMIRROR

Debanshu Bera

Inspirational

1  

Debanshu Bera

Inspirational

বোনের জন্মদিন

বোনের জন্মদিন

1 min
2.6K

22শে নভেম্বর বোনটা পা রাখলো ১৯শে,


জন্মদিন কাকে বলে ??


জন্মদিন মানে কি জন্ম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ??


জন্ম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমরা তো রোজই নানাভাবে জন্মাচ্ছি।

তাই আমার বোনের জন্মদিন বলে কোনো অন্য দিন ভাবিনি তবুও,

আসলে আমার কাছে জন্মদিন,


জন্মদিন মানে ভোরে ঘুম থেকে উঠে পুরনো সূর্যকে নতুন রূপে দেখা,


হয়ত বা একই উপন্যাস নতুন করে ভালো লাগা,


হোক না সে রোজই জন্মাই বা সেদিন জন্মাই,


যাক্ না বয়স বেড়ে অথবা কমে, ক্ষতি কি ??


জন্মদিন মানে তো ঐশ্বরিক অভিনন্দন,


সেই সিঁড়িতে পা রাখা, যেখানে ঈশ্বর আর মানবাত্মার মিলন,


তাই বয়স বাড়ুক বা কমুক ----


ঈশ্বরকে ফিরে পেতে বারবার ফিরে আসুক আমার মিষ্টি বোনের "জন্মদিন "....

স্মৃতি হয়ে হয়ে নয় বোন আমার সাথী হয়ে থাকিস😍

হাসতে থাকিস হাসাতে থাকিস...!!


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational