নিঃশর্তে
নিঃশর্তে
আমি কি তোমায় কোন নিঃশর্ত আলো দিয়েছি,
নিঃশর্ত পেন্ডুলামের টিক্ টিক্ ?
যা দিয়েছি, চেয়ে দেখো তার বিপরীতে আছে,
নিশ্চুপে দিয়ে যাওয়া রাশি রাশি শর্তের সমাহার|
নাভির অন্ধকারে বেড়ে ওঠা কন্যাভ্রূণ,
আলোর ছলকানিতে প্রথম তোমার কেঁদে ওঠাটাই তো ছিল প্রথম শর্ত,দ্বিতীয় শর্ত তোমার স্থবিরতা
তোমার অপারগতা তোমার জড়তা,
সময়ের দৌড়ে তোমাকে পিছিয়ে রাখার প্রবণতা|
তৃতীয় শর্তে নামবদল,চতুর্থ শর্তে প্রিয়তম স্থান, পঞ্চমে ষষ্ঠে সপ্তমে তোমার জন্য তুলে রেখেছি শতাধিক শর্ত|
নিঃশর্তে শুধু যা দিয়ে গেছি, তা হলো,
"মাতৃরূপেন সংস্থিতা" বলে পূজিত হওয়ার অহংকার....