STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

নিগূঢ় রহস্য

নিগূঢ় রহস্য

1 min
8

January Week-3 Mistery

নিগূঢ় রহস্য

মানিক চন্দ্র গোস্বামী


রহস্যময়ী নারী শরীরে সৃষ্টির রহস্য,

মানব প্রাণের স্বীকৃতির সুপ্ত গোপনীয়তা।

বিজ্ঞান প্রযুক্তির সার্বিক উন্নয়ন সত্বেও

জীবন সৃষ্টি ঈশ্বরের দান, বিশ্বাসে পূর্ণতা।


আকর্ষণী শক্তি রয়েছে নারী রূপের শোভায়,

চোখের চকিত চাহনিতে চঞ্চল চপলতা। 

ওষ্ঠ প্রান্তের স্মিত হাসিতে রহস্যময়ী আবেশ,

অথৈ মনের রহস্যে সাগরের গভীরতা।


নারীর মতোই প্রকৃতির মাঝে রহস্যেরই ডালা,

ঝড়, ঝঞ্ঝা, তুফানী হাওয়ায় ধ্বংসের বার্তা,

নিম্নচাপের অবিশ্রান্ত বর্ষণে প্লাবনের ভ্রূকুটি,

কোথাও তুষারপাতে দৈনন্দিন জীবনের স্তব্ধতা।


কখনো রৌদ্র করোজ্বল ঝকঝকে দিবস কাল,

কখনো জোৎস্নালোকের রুপোলি নির্মলতা,

রহস্য রাতের আঁধারে, রহস্য সাগর জলে,

গাছের পাতার ঘর্ষণে ভাঙে সীমাহীন নীরবতা।


মহাশূন্যে ছড়িয়ে রয়েছে রহস্য অন্তহীন,

গ্রহ,তারাদের দেশ ভ্রমণে স্বপ্নের সহায়তা,

মাটির নিচে পাতালপুরীতে রহস্য অফুরান,

আগ্নেয়গিরির তপ্ত লাভার গোপন নির্মমতা। 

 

রহস্য ভেদের প্রচেষ্টায় কৌতূহলী পুরুষ,

ক্ষমতার অপব্যবহারে ভুলে যায় স্বচ্ছতা,

জটিল রহস্য ছেদনে রোমাঞ্চ অনাবিল,

তৃপ্তির গরিমায় ধুয়ে যাক বিরূপতা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract