নিবেদন
নিবেদন
কোথায় তোমার আলোর রেখা
ভোরের শুভ্রাকাশে?
কোথায় পাব তোমার সে স্পর্শ
মলিন বাতাসে।।
যে আলোতে
আঁধার কাটে
জীবন প্রদীপের।
যে স
্পর্শে
ভেঙে যায় সব
সকল লোহার বেড়।।
চাই যে আমি সেই আলো
সেই স্পর্শ আর..
চাই একটু ভক্তি ও প্রেম
আর, তোমারে বারবার।।