নদী ও পাহাড়
নদী ও পাহাড়


পাহাড়ের আজ বড় মনখারাপ, নদীও সেকথা জানে,
বুকভাঙা এই কথা নদী চুপিচুপি কান পেতে শোনে।
বুলিয়ে জলের শীতল পরশ, নদী ভুলিয়ে দিতে চায়...
পাহাড়ের যত ব্যথা বৃত্তান্ত, দামাল বেগে নদী তাই ধায়।
একান্তে পাহাড় আজ লুকিয়েছে মুখ কুয়াশার আড়ালে,
নদী ঠিক খুঁজে নেয় দুঃখবিন্দু বেয়ে পড়া পাহাড়ের বেদনাতুর গালে।
জঙ্গুলে চোরাবাটো আর পাকদণ্ডী পেরিয়ে নদী ছুটে চলে,
ভালোবাসা ছিটোনো নদীকে ছুটে আসতে দেখে পাহাড় মনখারাপ ভোলে,
উদাত্ত বুকে টেনে নেয় পাহাড় নদীকে নিজের সবুজ কঠিন কোলে,
নদীর বাহুবন্ধনে পাহাড় মনখারাপের বিলাসিতাকে বিদায় বলে।