Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Sulata Das

Abstract

4.0  

Sulata Das

Abstract

নবজীবন

নবজীবন

1 min
18


   করোনা কে আর কোর না ভয়,

 এবার হবে মোদের নিশ্চিত জয়।

     করোণা কে নিয়ে চলতে হবে,

করোণার সাথে বাঁচতে হবে।

     আত্মনির্ভর আর সাবধানি হও,

তব প্রতিরোধ শক্তি বাড়িয়ে যাও।

    হিসেব গুলো সব গুলিয়ে গেছে- চুপটি করে বোস,

মন কে একটু শান্ত করে ,নতুন হিসেব কষো।

     বদলে ফেলো জীবনযাত্রার ধরণ,

নতুন জীবনশৈলী কে কর সাদরে বরণ।   

     আচার-বিচার, রীতি-নীতি 

 সবই যে এবার বদলে যাবে, 

      বারংবার হাত সাবানে ধোয়া 

মোদের নিত্য অভ্যাসে আনতে হবে।

     স্যানিটাইজার রাখব সাথে,

নাকে-মুখে বাঁধব মাস্ক,

     মানলে এসব- শরীরে প্রবেশের পথ 

 খুঁজে পাবে না করোণা ভাইরাস। 

     কাজকর্ম-অফিস-আদালত বাইরের যত কাজ - 

সবই শুরু করতে হবে কাল নয়তো আজ!! 

    ঘোরাফেরা-আনন্দ-উৎসব কিছুই বাদ নাহি যাবে,

দূরত্ব বজায় রেখেই সব মেলামেশা হবে।

     মানতে হবে কিছু অনুশাষণ, আর কিছু শৃঙ্খলা,

তাহলেই মসৃন হবে আগামী দিনের নতুন ভাবে পথ চলা।


Rate this content
Log in

More bengali poem from Sulata Das

Similar bengali poem from Abstract