নৈরাজ্য
নৈরাজ্য
Week- 44
নৈরাজ্য
মানিক চন্দ্র গোস্বামী
দৃষ্টি কেমন অবরুদ্ধ
পৃথিবী অন্ধকারে,
জটিল কুয়াশায় ভরেছে ভুবন
হতাশা দিগন্ত জুড়ে।
আকাশের রঙে কালিমা ঘিরেছে
দিবসে নিশীথ ভাতি,
মাঝ সমুদ্রে আশার সমাধি
জীবনে আঁধার রাতি।
প্রভাতে ছিল আলোর ঝলক
স্বপ্ন দেখার দিন,
মধ্য গগনে দিশাহারা রবি
বাজে না আলোর বীণ।
আতঙ্কে কাঁপে সাগরের ঢেউ
ছিঁড়ে গেছে তরী পাল,
কেহ নাহি কোথা ধরিবে আসিয়া
বিপদের মুখে হাল।
ঝোড়ো হাওয়াতে উড়ে গেলো ছাদ
পাহাড়ে নেমেছে ধ্বস,
স্বপ্ন হারিয়ে জীবনের বুকে
দীর্ঘ হয়েছে শ্বাস।
