নারীশক্তি
নারীশক্তি


অপার করুণাময় ঈশ্বরের আশীর্বাদধন্য হয়ে এসেছিল মানবশক্তি, মায়ের আঙিনায় -
ধরিত্রীর ঘূর্ণায়মান যাবতীয় কার্যকলাপের উৎস নারীশক্তি,
তুমিই অনিঃশেষ নীরব আধার শক্তির ধারক ও বাহক।
অক্লেশে অফুরন্ত ব্যথার অনুভূতিকে করেছ অনুভব,
আবার শক্ত হাতে প্রতিহত করেছ সহস্র ঝড় ঝঞ্ঝার বাতাবরণ,
কখনও তুমি ললনা, কখনও তুমি যুদ্ধং দেহি,
নিমেষে বদলে দিয়েছ মানবিক চরিত্র,
তোমার ঋণের বোঝায় বৃদ্ধি পেয়েছে পারিবারিক বন্ধন,
তোমার শক্তিতে পরিণত হয়েছে জীবন দর্শন।