মূল্যবোধ
মূল্যবোধ
ঢেউয়ের দাপট ধুয়ে দিয়ে যায়
সিন্ধু তটের শিল্পকলা,
বন্যার তেজে ভেসে যায় ঘর
স্তব্ধ জীবন পালা |
কান্না জোয়ার মুছে দিয়ে যায়
মুখের হাসির ছোঁয়া,
বাতাসের বেগে ঝরে যায় শাখা
বিহগেরা চাহে দোয়া |
তিক্ত ভাষায় ধুয়ে নিয়ে যায়
জীবনে লব্ধ মান,
শিক্ষার দাম বৃথা মনে হয়
না হলে চরিত্রবান |
তোমার লক্ষ্য হারিয়ে যাবে
নম্রতা যাবে ধুয়ে,
মিথ্যাকে যদি আশ্রয় করো
সত্যের অবক্ষয়ে |
