মুক্তি!!
মুক্তি!!
মন আজ পেয়েছে
মুক্তির সন্ধান,
দেহ খাঁচায় আবার ফিরে
এসেছে চঞ্চল প্রান।
যে ছিল এত দিন বন্দী হয়ে
দুঃখ, কষ্ট, যন্ত্রণায় ঘেরা
কঠিন বেড়াজালে,
আজ সে জাল হয়েছে ছিন্ন,
খুশির বন্যা বইছে অন্তরে।
আজ মন চাইছে চিৎকার করে
বলতে মুক্ত আমি মুক্ত,
আজ আমাকে বন্দী করে রাখা
যে ভীষন রকম শক্ত।
নীল আকাশের বুকে
সাদা মেঘ হয়ে আমি উড়বো,
দামাল বাতাস হয়ে ফুলের
পাঁপড়ি ঝড়াবো।
বৃষ্টির ফোটা হয়ে পড়বো
মাটির রুক্ষ বুকে,
নতুন প্রানের সৃষ্টি করবো
এই প্রকৃতিতে।
মন আজ হয়েছে অবাধ্য,
বেহায়া,উন্মাদ,
সব কিছুতেই আজ সে
নিজেকে ভাসাবে অনুভব করবে
মুক্তির স্বাদ।
