মুখোমুখি
মুখোমুখি


আজ মুখোমুখি আমরা,
উধাও মধ্যিখানের অভিমানী সাতসাগর,
আজ মুখোমুখি আমরা,
পূর্ণিমারাত লজ্জাবতীর ডাক কোজাগর,
আজ মুখোমুখি আমরা,
শব্দমিছিল সৃষ্টিছাড়া অভিধান অজগর,
আজ মুখোমুখি আমরা,
সফল যুক্তিজাল বিফল হতভাগী টগর।
আজ মুখোমুখি আমরা,
উধাও মধ্যিখানের অভিমানী সাতসাগর,
আজ মুখোমুখি আমরা,
পূর্ণিমারাত লজ্জাবতীর ডাক কোজাগর,
আজ মুখোমুখি আমরা,
শব্দমিছিল সৃষ্টিছাড়া অভিধান অজগর,
আজ মুখোমুখি আমরা,
সফল যুক্তিজাল বিফল হতভাগী টগর।