মুগ্ধতায় গ্রাস করে
মুগ্ধতায় গ্রাস করে
মুগ্ধতায় গ্রাস করে
ঠিক সূর্য গ্রহণের মতো
যেমন পৃথিবীর ছায়া ঢেকে দেয় তাকে।
মোহময় এক স্নিগ্ধ আবেশ
উগ্রতার নেই কোন রেশ
নাহ্ আসেনা তা রাখতেও পারিনা
ওপাশে তোমার আছে কিনা জানিনা।
তোমার প্রতি আমার শ্রদ্ধাভাব
সে কথা জানার রুচি রাখেনা
কখনো কখনো খুব বেশি কথা বলো
আমি ভাবি কেন বলো?
বড়ো বড়ো গাছে কত আগাছা জন্মায়
আমিও কি তাই! ভাবায় আমায়
ঐ মুহূর্তটুকুই শুধু আমার একার
এছাড়া আর কোন কিছুর নই দাবিদার।
দৈহিক স্পর্শে নয় হৃদয়ে পেয়েছি
থেকে যাবে তো আজীবন? ভাবছি।

