মৃত্যু
মৃত্যু


মৃত্যু যখন চোখে নেমে আসে
সমাধির ম্লান চিবুকে
আলোর হাতে অন্ধকার মুঠি
বিস্মৃতি আর অতল সমাথ'ক
একাকার অঙ্গার নিরাকার।
মৃত্যু আসে বারেবারে
জীবন সংগ্রামে আর সিংহাসনে
সামন্ত আর প্রজাদের ভিড়ে
পদদলিত স্বপ্নের আশার শিরায়
ধূসর পাতাগুলো খুজে নেয়
ধাবিত আল্পনার রং গুলি।
অশ্রু করুক আশি'বাদ সহস্রবার
সাহসির গ্রীবায় মগ্ন শিহরে
যার শিয়র আজ ছুয়েছে মাটি।