দ্বীপান্তর
দ্বীপান্তর
দ্বীপান্তরের অষ্পষ্ট বাতিগুলো
প্রগাড় জীবন চুম্বন করে
ঝাউশাখে গুল্ম ভালবাসায়
পালন্ক আমার মাটির ইন্ধন।
দূর মাস্তুল মোসাফির করে যেন
জোয়ারে বুকে ঢেউ জাগে
চিম্বুক গুহায় প্লাবন লুকায়
প্রবাল তটের কৃষ্ণগহ্বরে।
মগ্নগিরির বরফ ছুয়ে
স্বচ্ছ ধারায় নদীর কাহন
ডিঙ্গি জল দিব পাড়ি
দূর সমুদ্র রুদ্র করে।