মাটি
মাটি


এ মাটি ক্ষমা দাও
নিঃস্ব শ্যাওলা ছুয়ে
ধান ক্ষেতে সূযে'র দম্ভ যেথায়
গৃহস্হালির সুর কৃষকের সাথি
স্বপ্নবিভোর ছায়ার আচল যেন
শিতল পাটির বাতাস ধোয়া
দুপুর ঢলে ঘুমের ডাকে
সেই শ্রান্ত কাক উড়ে যায়
দূর পাহাড়ে বাসা বেধে
ক্লান্ত মন বলে যায় কাকে
উন্নত পল্লব উঠান গাছে
অনাগত দিনের প্রতীক্ষায়
আজ নীড় সম্ভাষণ।