প্রহর
প্রহর
প্রহর যদি প্রহরী হয়
আজ যত সময়ের দাম
মানুষকে করুক আদিম।
কৃএিম সংগ্রামের সরলরেখায়
প্রহলি পাহাড়ে অনাহূত আহ্বান
শিশির চুম্বন উত্তাপ ছড়ায়
সৃষ্টির সুপ্ত অভিলাষ।
নিঃস্ব জন্মতিথি লয় কিংশুক আশি'বাদ
মন্হন মিছিল চলে কতদূর
কৃষকের ভিড়ে গৃহের তাপস
অসার আষাড়ে সূযে'র লেহন।
ধোয়ার পরবাস চোখের সমতটে
দৃষ্টি ধুয়ে অবারিত বৃষ্টি নামুক
নগ্ন পায়ের খেলার মাঠে
আজ, না পাওয়া সব কষ্টগুলো
উষাণ কোল নিবে টেনে
মুক্ত হব যত রিক্ত সেচে
শ্রাবণ জল তৃষার সাথি।