STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational Others

4  

Nityananda Banerjee

Classics Inspirational Others

মনখারাপের গল্প

মনখারাপের গল্প

1 min
327

মনখারাপের গল্প


লায়লা- মজনু, হীর-রাঞ্ঝা, চমকপ্রদ গল্প,

অযোগ্যরা চাকরি পেলে মনখারাপ হয় অল্প ।

বাংলায় সবাই কোটিপতি তুমি আমি ছাড়া,

বড় দুঃখের সেই গল্প প্রভাব তার মনকাড়া ।

তোমার আমার ভালবাসা জানেন সর্বজন ,

মানেন না কেউ এই পীরিতি বিচিত্র ভূবন ।

প্রেম মানে না জাতের বিচার আত্মীয়তার ধারা,

তাই মানেন না মাতা-পিতা প্রেম করেছেন যারা ।

কোন কর্মই নয়কো ছোট মন্ত্রী মেথর মুচি,

বিদ্বজ্বনের লেখালেখি প্রেম করেছে সু চি ।

মানব মন্ত্রে গণতন্ত্রে বিশ্বাসী এই মানবী,

রোহিঙ্গাদের বসবাসের পক্ষে নন দরদী ।

জান মান প্রাণ হাতে নিয়ে পালায় দেশ ছেড়ে,

সু চির মত নারী কেন ধরবে তাদের তেড়ে ?

মন খারাপ হয় ; কষ্ট ধরে রাখতেই হয় বুকে,

বসবাসের এ জগতে রোহিঙ্গারা মাথা ঠুকে ।

এমন ধারার আইনকানুন রাখ কেন ধরে,

এই বিশ্বে জন্মে মানুষ এই বিশ্বেই মরে ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics