STORYMIRROR

Shubhadip Saha

Abstract Classics

4  

Shubhadip Saha

Abstract Classics

কথাশিল্পী শরৎচন্দ্র

কথাশিল্পী শরৎচন্দ্র

1 min
301

#আজ_শরৎচন্দ্র_চট্টোপাধ্যায়ের_জন্মদিবসে_আমার_শ্রদ্ধা_নিবেদন

#শিরোনাম_কথাশিল্পী_শরৎচন্দ্র

✍#কলমে_শুভদীপ_সাহা

#তারিখ_১৫_০৯_২০২২


তাঁর লেখনীর ছটা আজও জনপ্রিয়তার শীর্ষ চূড়ায়

সাধারণ মানুষকে অসাধারণ দেখিয়েছেন অপার মহিমায়। 

অপ্রতিদ্বন্দ্বী সংস্কারমুক্ত হয়ে তিনি ডুব দিয়েছেন সাহিত্য সাগরে

অমর কথাশিল্পী শরৎচন্দ্র বাংলার মাটি ও মানুষের ঘরে। 

সন্ন্যাসীদের সঙ্গে পদব্রজে ভ্রমণ, বিচিত্র অভিজ্ঞতা অর্জন

সাহিত্য সৃষ্টিতে সহায়ক হয়ে তাঁর লেখনীর গভীর অধ্যয়ন। 

মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশে তাঁর রচনায় বাস্তবের প্রতিচ্ছায়া

তাঁর রচনাতেই স্নেহ প্রীতি বাৎসল্যের মিশেলে পারিবারিক মায়া। 

ঋজু ভাষায় রচনাই তাঁর সাহিত্যের প্রধান সিদ্ধি ও সৌন্দর্য

মানুষের মনের কথা, মুখের ভাষাতেই তাঁর লেখনীর ঐশ্বর্য। 

দরদী রূপে তিনি জয় করেছেন সমাজের সর্বস্তরের মানুষের হৃদয়

অমর হয়েই তাঁর সুখ্যাতি চিরকাল রবে জগৎময়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract