রসগোল্লা
রসগোল্লা
আনন্দ উৎসবে হোক বা ভুরিভোজের শেষে
যদি একটু খাওয়া যায় পছন্দের প্রিয় মিষ্টি
কি ভালোই না লাগে আহা!
আমারও পরান চায় যাহা;
তা হল রসগোল্লা, রসের গোলক ; গোলগাল মিষ্টি
বাগবাজারের অপরূপ সৃষ্টি
যখনই খাই ঠান্ডা হোক বা গরম
ধবধবে সাদা তুলোর মতো নরম;
সত্যি এ মিষ্টির জুড়ি মেলা ভার
রসে ভর্তি রসগোল্লা নাম তার।
********** শুভদীপ সাহা**********
