STORYMIRROR

Shubhadip Saha

Abstract Inspirational Others

3  

Shubhadip Saha

Abstract Inspirational Others

মহান শিক্ষাগুরু

মহান শিক্ষাগুরু

1 min
119

#শিক্ষক_দিবসে_সকল_শিক্ষকদের_আমার_বিনম্র_শ্রদ্ধা_ও_প্রণাম🙏🙏🙏🙏🙏

#কলমে - শুভদীপ সাহা

#তারিখ - ১৩/০৯/২০২২


মায়ের পরে যাঁদের হাত ধরে প্রথম শিক্ষার শুরু

জীবনপথের আলোক দিশারী তাঁরা মহান শিক্ষাগুরু। 

গল্প, মজা, আদর - শাসনে আমাদের গড়েছেন যাঁরা

চলার পথে বন্ধু, পথপ্রদর্শক, প্রেরণাদাতাও তাঁরা। 

শ্রদ্ধা - ভক্তি ও ভালোবাসায় তাঁরা চিরকালই সত্য ও সুন্দর

তাঁরাই যে আমাদের প্রকৃত শিক্ষক, জীবন গড়ার কারিগর। 

কখনো করি অনুকরণ, কখনো অনুসরণ, থাকেন তাঁরা অনুক্ষণে

চিরদিন তাঁরা সুখে থাকুক, ভালো থাকুক প্রার্থনা আমাদের মনে। 

প্রতিদিন নতুন নতুন কিছু শেখা তা তো একমাত্র তাঁদের জন্য

সম্মান, উদারতা , শিষ্টাচার শিখেছি, সত্যিই আমরা ধন্য। 

শিক্ষক হলেন সুউচ্চ মিনার সদাই মস্তক রাখেন উন্নত

তাঁদের দেখেই ভবিষ্যতের পথে চলা, স্বপ্ন আছে যত।


তাঁদের অমৃত জ্ঞান পেতে ডুব দিয়েছি সমুদ্রের গভীরে

উজ্জ্বলতার সন্ধান দিয়ে তাঁরাই করেছেন আমাদের খাঁটি হীরে। 

কর্তব্যে তাঁরা অবিচল, মেরুদণ্ড যাঁদের সদাই সোজা রয়

তাঁরাই শেখান ভয় নয়, কীভাবে করতে হয় জীবনে জয়। 

স্নেহের আশিষ মাথায় নিয়ে প্রণাম জানাই তাঁদের চরণে

চির উজ্জ্বল বরেণ্য শিক্ষাগুরুরা থাকবেন স্মরণে ও মননে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract