STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

মনের ক্ষত

মনের ক্ষত

2 mins
197


বুকের মাঝে হয়ে চলেছে

অনবরত রক্তক্ষরন,

এখনও মন তোমাকে খুঁজে চলে

হারিয়ে যাওয়া স্মৃতির ভীড়ে অকারন।

আজ শুধু স্মৃতির পাতা উল্টাতে থাকি!

কোন এক কোনে যদি তোমার

একটা রঙিন চিত্র দেয় উঁকি।

আমার এই মন জুড়ে ছিলে

একসময় শুধুই তুমি....আর তুমি....,

কিন্তু এখন সেই মন শূন্য!

নেই সেথা কারোর কোনো পদচিহ্ন!

তুমি নিজেই নিজেকে করেছ আমার

মনের শিকড় থেকে পুরোপুরি ছিন্ন!

যখন নিজেকে নিয়েছিলে আমার

মন থেকে সম্পূর্নরূপে উপড়ে,

তখন থেকেই এ... মনে রক্ত পাত

হয়ে চলেছে চুয়ে চুয়ে।

এখন মন আর আঁকেনা কোনো

রঙিন স্বপ্নের জাল!

এখন মন কান্নায় রত রয়েছে

অনন্তকাল।

আমি জানি আমার এই কষ্টের

জন‍্য একমাত্র দায়ি আমি!

ভুল আমারই ছিল..,!

আমি ভেসে গেছিলাম আবেগের বন‍্যায়,

পাইনি কোনো অবলম্বন

নিজেকে ধরে রাখার!

তাই ভেসে গেছি তীব্র খরস্রোত প্রবাহে।

জানিনা কোথায় গিয়ে থামবে

আমার এই বানভাসি যাত্রা,

এখন মন থেকে প্রতিধ্বনিত হতে থাকে

শুধু বিশ্বাসঘাতকতার কঠিন বার্তা।

চাইনা এই মনের ঠিকানা

আর কাউকে দিতে!

চাইনা নিজের জীবনকে

বসন্তের রঙে রঙিন করে তুলতে।

বহু রক্তক্ষয়ে আজ হয়েছে

এই মন স্নাত,

আমি এখন শুধু ভুলতে চাই

এই মনের ক্ষত।






Rate this content
Log in

Similar bengali poem from Romance