মন রঙিন
মন রঙিন


যে রং আমি দিলাম তোমায়
আজকে দোলের দিনে,
সে রং শুধু দেহ তে নয়
লাগলো তোমার মনে।
উৎসব এ বসন্তের রঙে মাখামাখি,
উৎসব এ মিলনের হৃদয় কাছাকাছি,
রঙের সাথে ভালবাসায় রঙিন হলো মুখ
এ উৎসব বয়ে আনে দারুন প্রেমের সুখ।
আজ যে রং দিলে খেলার ছলে
কাছে নিয়ে আমায়,
সে রং আবার ফিরিয়ে দিলাম
মিশিয়ে ভালবাসায়।