মন মাঝি
মন মাঝি
মাঝি বিনা নৌকা,
আর মন বিনা প্রান,
চালনা করা বড়ই কঠিন!
কিছুটা পথ পেড়িয়ে হবে দিকভ্রান্ত,
মিলবেনা কোন আশার আলো ক্ষীন।
মাঝি হাল না... ধরিলে
নৌকা হবে ভরা ডুবি,
মনহীন প্রান কেবলই জীবন্ত লাশ
হয়ে বেঁচে থাকার প্রতিচ্ছবি।
দাঁড় টেনে মাঝি উজান স্রোতে
ভাসিয়ে নিয়ে যায় নৌকা
নদীর অতল গভীর বুকে,
চঞ্চল প্রানবন্ত মন
জীবনকে করে রঙিন,
হৃদয় হয় আলোড়ন অপার সুখে।
আজ যে.. মন হয়েছে মৃত,
প্রান করে ছটফট.....,
জীবন তরী ডুবল বুঝি....
মাঝি হারায়াছে পথ।
প্রান পাখি আজ খাঁচাছাড়া
হওয়ার চেষ্টায় রয়েছে মত্ত,
তবুও হতে পারছেনা!
আলগা সুতোর বাঁধন বুঝি আজ...
হয়েছে বড়ই শক্ত।
সব বন্ধন ছিন্ন করি,
রয়েছে ভাসমান মাঝি বিহীন তরী,
রঙিন ডানা মেলে প্রান পাখি
গেল সেথায় উড়ে,
আজ সে... নিজেকে হারাবে
দূর থেকে আরও দূরে।
