মন গোলাপ
মন গোলাপ


তখন আমার উনিশ ছুঁই ছুঁই,
তোমাতে তখন ষোলোর আঁচ,
বৈশাখের চেয়েও উত্তপ্ত।
তোমার প্রথম দেখা গড়িয়া হাটের বাসস্ট্যান্ডে,
তারপরেরটা নন্দনে, মনে পড়ে?
তুমি তখন শেক্সপিয়ারের লেডি ম্যাকবেথ,
সংলাপ করে শোনাচ্ছিলে নন্দিনীকে।
তুমি জানতেও না, বর্ষার শেষে শাকিলের মত,
তখন আমি রোদ কুরোচছি তোমার রুপে।
কম্পিত হৃদয়ে যেদিন তোমার মুখোমুখি,
তুমিও একটি গোলাপ আবদার করেছিলে সকলেরই মতো।
লজ্জায় লাল হয়ে ছিলাম আমি,
বুঝেছিলাম ভালোবাসার কিছু আয়োজন আছে,
গোলাপের বিনিময়েই তার শুরু হয়।