মিউজিক ব্যান্ড
মিউজিক ব্যান্ড
দূর থেকে ভেসে আসা কোন ব্যান্ডের গান
ঘুম ভাঙ্গা নিশ্চুপ রাতে জুড়ালো তোমার প্রাণ।।
যদি প্রেম জাগে মনে দাঁড়াও এসে জানালায়,
তখন রাতজাগা পাখি বা তারার মাঝে খুঁজো আমায়।
বিকেলে মিষ্টি রোদে বসে দৃষ্টি মেলে দিও দূর গগনে
শুনতে পাবে তুমি আমাদের জীবনের সুরে ভালোবাসার গান।।
কখনো উদাস নদীর তীরে খুঁজে সন্ধ্যায় আমায়,
শুনো পাখির গান সেই আমারই সুরে ব্যান্ডের বাজনায়
স্বর্ণালী সুন্দর এই দিন কে বাজায় দূরে মধুর বীণ
ঘরেতে আমার মন রয় না,আমি দেখি স্বপ্ন রঙ্গীন।
হারিয়ে যাবার এই দিন - সুর জাগাল মনে রঙ্গিন,
বসন্ত বাঁধনে বাঁধা বল্লরী , ছড়াল মাতাল সুরভি অচিন।
দখিনা বাতাস বলে দেয় না,ধরে বায়না ব্যাকুল এ মন,
এই বিরহ ব্যথা একেলা যে কেন প্রাণে সয় না।।
