STORYMIRROR

Sipra Debnath

Abstract Romance

3  

Sipra Debnath

Abstract Romance

মিস করি

মিস করি

1 min
160

আমরা বন্ধু ছিলাম একে অপরের

খবর রাখতাম সকলের সুখ দুঃখের

একের আনন্দে বাকিদের মতো আনন্দ

হত নিজেদের মধ্যে কত কথা ভালো-মন্দ।

আমরা ছিলাম সুখে গা ভাসাতাম হাওয়ায় 

পাল তুলতাম মনের জোয়ারে জড়িয়ে ধরে

দুজন দুজনায়।

একসাথে যেতাম স্কুলে একসাথে কলেজে

এমন দিন আসতেও পারে ছিলনাতো নলেজে

অন্তর্জালের জালে ফেঁসে একটু একটু করে

সবাই গেলাম একটু একটু করে সবারথেকে দূরে

মনে পড়ে দিনগুলো কলেজে যেতাম দু টাকা ভাড়ায়

ফিরতাম দু টাকায়,

কখনো কখনো ভাড়া বাঁচিয়ে চলতাম পায়ে হেঁটে

মাসের শেষে জমানো টাকায় মাসের শেষ দিনে

সকলে মিলে যেতাম সাউথ হোটেলের ফিষ্টে।

খেতাম ইডলি ধোসা দই বড়া গ্লাসভর্তি লস্যি

ফেরার পথে গল্পগুজব করে হতাম দেদার খুশি।

মিস করি বন্ধু তোদের মনে পড়ে প্রাণ ভরা

ভালোবাসা তোদের, মনে পড়ে সেসব কথা

দুচোখ আজ আমার টইটম্বুর জলে ভরা।

যেখানে আছিস সেখানেই থাকিস তোরা

খুব ভালো থাকিস আনন্দে থাকিস 

পাঠালাম আমার ভালোবাসা প্রাণভরা।

যদি কভু খুঁজে পাস যোগাযোগ করিস 

এইটুকু তোদের কাছে চাওয়া।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract