মিল-গরমিল
মিল-গরমিল
দূরের আকাশ নীলিমায় ঢাকা
মনোদিগন্ত নীল,
হেথা খেলা করে আশার আলো
সেথা রোদ ঝিলমিল |
উড়ে চলে কত বিহঙ্গরাজি
সেই দূর নীলাকাশে,
মনের আকাশে ভেসে যায় চলে
যতেক স্বপ্ন এসে |
রোদে ভরা ঐ আকাশের মুখ
উজ্জ্বল, ভাস্বর;
আশার আলোয় উদ্ভাসিত
হয় হেথা অন্তর |
সেথা দূর ঐ আকাশের গায়
রামধনু ওঠে বাঁকা,
রঙিন আশা হেথায় সদাই
মনোমাঝে থাকে ঢাকা |
চাঁদ তারাদের মেলা বসে ঐ
দূর আকাশের গায়, |
অলীক কত কল্পনারাজি
হেথা খেলা করে যায় |
বর্ষায় যেমন দিগন্ত জুড়ে
আকাশের মুখ ভার,
হেথায় ব্যথায় কাতর মনে
আলোরে মানায় হার |
শুভ্র মেঘের চলার ফাঁকে
যেমন জলদ আসে,
আশার আলোক তেমনি উধাও
অন্ধকারে ভেসে |
আলো-আঁধারির খেলা চলে ঐ
দূর আকাশের গায়,
রাগ-অনুরাগ পালা গেয়ে যায়
এই মনো আঙ্গিনায় |
দূরের আকাশ বদ্ধ যেমন
দিগন্ত রেখা জুড়ে,
মন তেমনি আবদ্ধ নয়
চলতে পারে দূরে |
দূরের আকাশ চোখের 'পরে
যেমনি পরে ধরা,
মনের আকাশ মনের মিলে
কখন যে হয় হারা |
বিভেদ প্রচুর মনের থেকে
দূরের আকাশটির,
দিগন্ত যদিও বাঁধন ছাড়া
এটার আছে নীড় |
উন্মুক্ত থেকেও যে তার
আবদ্ধ চলাফেরা,
বদ্ধ ঘরে থেকেও এ দেয়
দূরের ডাকেতে সাড়া |
