মেয়ের চোখে বাবা
মেয়ের চোখে বাবা
বাবা মানেই ছোটবেলায় আমার খেলার সাথী,
শৈশবের খুশির খোঁজে ব্যস্ত দিবারাতি।
কাজের মাঝেও সময় খুঁজে আমায় নিয়ে চলা,
বাবা মানেই অপরিসীম আনন্দে কাটে বেলা।
বাবা মানেই কাঁধে চেপে রাস্তায় ঘোরাফেরা,
ভিড়ের মাঝে আমার হাতটি শক্ত করে ধরা।
লুকোচুরি খেলতে গিয়েও স্কুলের পড়া করা,
বাবা মানেই খেলার ছলে নামতা মনে করা।
বাবা মানেই গুরুজনদের সম্মান দিতে শেখা,
ভালোবাসার বাঁধনটা হয় যত্ন করে লেখা।
বাবার মুখেই 'মা' ডাক শুনে বড় হয়ে ওঠা,
ছোট্ট মেয়ের ভবিষ্যতের প্রেরণার মূল কথা।
পরের ঘরে যাবার দিনে বাবার চোখে জল,
দুখের মাঝেও মেয়ের হাসি বাবার মনোবল।
বাবা মানেই মনের শক্তি, আস্থা রাখতে পারা;
বাবার চোখে স্বপ্ন দেখেই নতুন জীবন গড়া।
