STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Inspirational Others Children

2  

আরিয়ানা ইচ্ছা

Inspirational Others Children

মায়ের মতো ভালো

মায়ের মতো ভালো

1 min
117

জন্ম দিলো করলো বড়


দিলো কত আদর,


বড় হয়ে ঘাড়ে উঠে


হয়ে গেলো বাঁদর।

কত আঘাত কত জ্বালা


সহ্য করে গেলো,


মা কখনো দূরে গেলে


জীবন এলোমেলো।


অন্য কারো চাওয়ার মাঝে


যতই আকুলতা,


মায়ের মনে সারাক্ষণই


শত ব্যাকুলতা।


দূরে গেলে কেঁদে ভাঁসায়


সেই হলো মা,


মায়ের সাথে পৃথিবীর কিছু


হবেনা তুলনা।


অসুস্থ হয়ে গেলে যেনো


চোখের ঘুম যায় উড়ে,


চোখে চোখে রাখে তাকে


যায়না যে দূরে।


মা যেনো হৃদয়ে বাতি

ভালোবাসার আলো,

কেউ হতে পারবনা

মায়ের মতো ভালো।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational