STORYMIRROR

Sukdeb Chattopadhyay

Classics

3  

Sukdeb Chattopadhyay

Classics

মাতব্বর

মাতব্বর

1 min
436

ভয় পেও না আমি আছি

পৃথিবীটা জুড়ে,

কোথায় কি অব্যবস্থা 

দেখি ঘুরে ঘুরে।

 

গণতন্ত্রের ধ্বজাধারী

মুক্তির দিশারী,

বিশ্বমানবতার

আমিই কাণ্ডারি।

 

এতটুকু বেচাল যদি

কোথাও পড়ে চোখে,

সাথে সাথে পেয়াদা আমার

সেই দেশেতে ঢোকে।

 

এক এক দেশের জন্য আছে

এক এক রকম মন্ত্র,

কোথাও মানায় এক নায়ক

আবার কোথাও গণতন্ত্র।

 

এত কিছু বুঝবে নাকো

মানুষ সে সব দেশে,

আমিই তাই ঠিক করে দিই

কে, কোথায়, কিসে। 

 

 

প্রয়োজন যা আমার হিতে

সেটাই হবে রীতি, 

বিরুদ্ধাচরণ করলে পরে

হবে, করুণ পরিনতি।

 

যতদিন ছিল সোভিয়েত দেশ

ছিল না তেমন মজা,

এক মেরুর বিশ্বে এখন

আমি একাই রাজা।


Rate this content
Log in

Similar bengali poem from Classics