STORYMIRROR

Sukdeb Chattopadhyay

Abstract

5.0  

Sukdeb Chattopadhyay

Abstract

ভয়

ভয়

1 min
470


হিংস্র এক হায়নার দল,

গলি থেকে টেনে নিয়ে গেল মেয়েটাকে।

দেখলাম জানলার ফাঁকে চোখ রেখে

কিন্তু, রুখে দাঁড়াবার নেই মনোবল।

 

যখন তীব্র হয় বিবেকের দংশন

মনকে বোঝাই ও তো নয় মোর আপন,

নিজেরা যখন আছি নিরাপদ

অন্যের তরে চাই না বাড়াতে বিপদ।

 

ঐ মেয়েটির আপন যারা,

হয়ত অনেক দুষ্কর্মের নিরব সাক্ষী তারা।

প্রতিবাদ ভুলে সদাই থেকেছে শান্ত,

কারণ, তখনও তাদের হয়নি কেউ আক্রান্ত। 


করে মূলধন ছাপোষা মানুষের ভয়,

কিছু পাপিষ্ঠ নিশ্চিত করে জয়।

অন্যায় দেখে যতই থাকিনা সরে,

একদিন তা ঢুকবেই মোর ঘরে।

 

কাটিয়ে সকল দ্বিধা শঙ্কা জাগিয়ে মূল্যবোধ,

একজোট হয়ে সকলে আমরা যদি গড়ি প্রতিরোধ,

ভেসে যাবে সব খড়কুটো হয়ে আছে পাপাচারী যত,

কাপুরুষ সে যে শতগুণ বেশি যার ভয়ে মোরা ভীত। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract