STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

মানবতা

মানবতা

1 min
244

মানবতা, শব্দটা শুনতেও বড় হাস্যকর লাগে

কি প্রয়োজন নিস্প্রাণ শব্দটি বলার!

যদি মানবতা আজ প্রাণহীন নাই হত, তাহলে-

রাস্তার ধারের পাগলীটার দু-তিনটা সন্তান থাকত না, হত না সে প্রতিনিয়ত ধর্ষিত, নির্যাতিত।

আজও খাবারের জন্য দু বছরের শিশু কিংবা অশীতিপর বৃদ্ধ রাস্তায় বোতল-কাগজ কুড়াত না।

কোটিপতির বাবা-মা কখনো যেত না বৃদ্ধাশ্রমে।

মানবতা যদি জীবিতই থাকত-

নারীরা রাস্তা-ঘাটে থাকতে পারত নির্ভয়ে,নিরাপদে,

অঘটনের কারণে ইজ্জত হারিয়ে কলঙ্কিত হত না।

বাবার বয়সী রিক্সাচালক কখনও থাপ্পড় খেত না।

সম্পত্তির জন্য নিজেরা মারামারি করে মরত না।

রাজনীতির পদছায়ায় হত না অনৈতিক কর্মকাণ্ড।

এই দেশটা তলিয়ে যেত না, দূর্নীতির অতল গহ্বরে।

এমন নিস্প্রাণ মানবতা নিয়ে আমরা আর বাঁচব না,

হবে না কখনোও দেশের উন্নতি, ফিরবে না শৃঙ্খলা।

এমনাবস্থায় যত দ্রুত মানবতাকে জাগাতে হবে,

পুরো দেশকে ঢাকতে হবে মানবতার শুভ্র ছায়ায়।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract